ইউরোপে ‘ইসলামপন্থী সন্ত্রাস’ বাড়ছে: ফরাসি প্রেসিডেন্ট

ইউরোপে ‘ইসলামপন্থী সন্ত্রাস’ বাড়ছে: ফরাসি প্রেসিডেন্ট

ইউরোপে ইসলামপন্থী সন্ত্রাসের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মঙ্গলবার আলবেনিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক করেন মাখোঁ। রাজধানী তিরানায় এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ বৈঠকের একদিন আগেই ব্রাসেলসে দুই ফুটবল সমর্থককে হত্যার ঘটনাটি ঘটে। 

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ব্রাসেলসে কাল আবার দেখলাম। ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে আছে, আর বোঝাই যাচ্ছে ইসলামপন্থী সন্ত্রাস আবারও বেড়েছে। 

তিনি বলেন, এখানে আমি আমাদের বেলজিয়ান বন্ধুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। 

আগের সপ্তাহে প্যারিসের উত্তরাঞ্চলের আরাস এলাকায় ২০ বছর বয়সী এক তরুণ একজন স্কুল শিক্ষকসহ চারজনকে ছুরিকাঘাত করে। ওই শিক্ষক মারা যান। ওই তরুণও নিজেকে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে।

সংবাদ সম্মেলনে ইসরায়েল-গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন মাখোঁ। শিগগিরই ইসরায়েল সফরে যাবেন বলে জানান তিনি। 

ইসরায়েলের নিরাপত্তা, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ এবং শান্তি প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধান সবকিছুই একটি আরেকটির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: সমকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *